বাসস
  ২৪ মার্চ ২০২৩, ২৩:৩৫

টুঙ্গিপাড়া ছাত্রলীগের নতুন কমিটি গঠন, সভাপতি শামচুল-সম্পাদক লিংকন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৪ মার্চ, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শামচুল হককে সভাপতি ও লিংকন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী এক বছর মেয়াদী নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, রিয়াদুল ইসলাম লিমন, জোনায়েদ সিদ্দিকী, রাজীব শেখ, সোহেল ফকির, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন, সাজিদুর রহমান সোহান, জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান মোল্লা, বিএম তন্ময়, শাহিন বিশ্বাস।
নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ আকারে রূপ দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।