শিরোনাম
মাগুরা, ২৫ মার্চ ,২০২৩(বাসস): জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আ ফ ম ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আজ শনিবার রাত ১০.৩০ থেকে ১০.৩১ মিনিট ১ মিনিটের জন্য প্রতিকী ব্লাক-আউট পালন করা হবে।