বাসস
  ২৫ মার্চ ২০২৩, ১৩:৪৭

ভোলায় গণহত্যা দিবসের আলোচনা সভা

ভোলা, ২৫ মার্চ, ২০২৩ (বাসস) : জেলায় আজ  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালন করা হয়। এ উপলক্ষে বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: সফিকুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজীৎ কুমার প্রমূখ।
এছাড়া সুবিধাজনক সময়ে সকল মসজিদ ও অনান্য ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্বরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শহরের ওয়াবদা সংলগ্ন বধ্যভ’মিতে মোমবাতি প্রজ¦লন এবং রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০ টা ৩১ মিনিট পর্যন্ত জেলায় প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।