শিরোনাম
বান্দরবান, ২৫ মার্চ, ২০২৩ (বাসস): জেলার থানচির বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টি দোকান। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনার ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাজারের একটি রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন খাবারের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান ও আড়তে ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক মংসিহ্লা জানান, বেশিক্ষণ লাগে নাই সব পুড়ে গেছে। দোকানের কোন কিছু বের করতে পারিনি। আগুনে আমার ঘর ও দোকান একেবারে পুড়ে গেছে।
বাজারে আগুন নিভাতে আসা ইউসুফ জানান, মসজিদের মাইকে শুনছি আগুন লাগছে। তখন আমরা দৌড়ে বাজারে আসি। দেখছি ধীরে-ধীরে সব পুড়ে যাচ্ছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর জানান, প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। আমরা তালিকা করেছি। কয়েক দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনা খুবই দু:খজনক। স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সাথে সমন্বর করে ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা করা হবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মুহাম্মদ জানান, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। ৪৫-৫০টি দোকান-ঘর পুড়ে গেছে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়িক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করতে পারিনি। ক্ষতির পরিমাণ নির্ধারণে আমরা কাজ করছি।
এর আগে বুধবার ভোরে থানচি বলিবাজারে আগুনে ৫২ দোকান পুড়ে যায়।