বাসস
  ২৬ মার্চ ২০২৩, ১০:২০

ভয়াল কালরাত স্মরণে যশোরে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিল 

যশোর, ২৬ মার্চ, ২০২৩ (বাসস): যশোরে ‘২৫ মার্চ’ ভয়াল কালরাত স্মরণে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলের কর্মসুচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। 
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ থেকে এই মিছিলের উদ্বোধন করেন- জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে মিছিলটি ময়দানের অপর প্রান্তে রওশন আলী মঞ্চে গিয়ে শেষ হয়। 
স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত্ াঅনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, দিপংকর দাস রতন, সানোয়ার আলম খান দুলু, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, শ্রাবণী সুর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 
এর আগে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় ‘কবিতায় ৭১’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন হারুন অর রশিদ, জাহিদুর রহমান জাদু, শাহরিয়ার সোহেল ও  আরশি গাইন।  বৃন্দ আবৃত্তি করে বিবর্তন যশোর, বাচিক শিল্পী সংঘ, থিয়েটার ক্যানভাস, প্রত্যয় থিয়েটার ও তির্যক যশোর।