শিরোনাম
নাটোর, ২৭ মার্চ, ২০২৩ (বাসস) : রোজা এবং ঈদ উপলক্ষে জেলার ৪০০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে জনতা ব্যাংক লিমিটেড। আজ সোমবার সকাল ১০টায় শহরের বড়হরিশপুর এলাকায় খাদ্য সহায়তা হস্তান্তর করেন জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল।
এ সময় অজিত কুমার পাল বলেন, জনতা ব্যাংক শুধু ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে না, সরকারের সমার্থক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা অনেক প্রশান্তির। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মোঃ সফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হালিম ও সুজিত কুমার বিশ্বাস।