শিরোনাম
দিনাজপুর, ২৭ মার্চ, ২০২৩(বাসস) : দেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে মধু চাষীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে স্থানীয় ‘আলোর পথে জাগো যুব সংগঠন’ আয়োজিত মধু উৎসব এবং মৌ পালন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌ চাষীদের পাশে থেকে সম্ভাব্য সকল প্রকার সহাযোগিতার আশ্বাস দেন ইকবালুর রহিম।
ইকবালুর রহিম বলেন,‘ করোনা মহামারি গোটা বিশ্বকে অচল করে দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ ছিল ব্যতিক্রম। তিনি দেশের অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন প্রনোদনা দিয়েছেন। কেবল ব্যবসা ক্ষেত্রেই নয়, দেশের অন্যতম শক্তি কৃষি খাতেও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন। যার সুবাদে বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। মধূ চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’
‘আলোর পথে জাগো যুব সংগঠনকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক ইকবালুর রহিম আরো বলেন বিভিন্ন স্থানীয় যুব সংগঠনগুলো এভাবে কৃষক তথা অন্য পেশার মানুষের পাশে দাঁড়ালে দেশের কোন অঞ্চলের মানুষই বেকার থাকবে না।
উল্লেখ্য, দেশের অন্যান্য অনেক জেলার ন্যায় বর্তমানে দিনাজপুরেও বানিজ্যিকভাবে মধু চাষ হচ্ছে। বানিজ্যিকভাবে বেশ লাভজনক হওয়ায় স্থানীয় অনেক কৃষক এখন মধু চাষের দিকে ঝুঁকছে। যার প্রেক্ষিতে সরকারীভাবে মৌ চাষীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এমনকি স্থানীয় অনেক বেসরকারী তথা যুব সংগঠনও স্থানীয় মৌ চাষীদের প্রশিক্ষণ দিচ্ছে। সরকারী ও বেসরকারীভাবে মধু চাষের প্রশিক্ষণ নিয়ে অনেক জেলাতেই স্বাবলম্বী হয়ে উঠেছেন মৌ চাষীরা।