শিরোনাম
ঝিনাইদহ, ২৮ মার্চ, ২০২৩ (বাসস) : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ ঝিনাইদহের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্ষত্রুমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এ সসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মেডিকেল আফিসার ডা. মেহেদী হাসান, বিআরটিএর পরির্দশক এসএম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যানরা। বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। একদিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহণ করা যাবে। এতে করে বিআরটিএর সব কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে মনে করেন তারা।