বাসস
  ২৯ মার্চ ২০২৩, ২১:৩৯

ঝিনাইদহে নুরে আলম সিদ্দিকীর প্রথম জানাযা অনুষ্ঠিত, গার্ড অব অনার প্রদান

ঝিনাইদহ, ২৯ মার্চ, ২০২৩ (বাসস) : ঝিনাইদহে স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ  অনুসারী বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় হেলিকপ্টারযোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মরদেহ ঝিনাইদহে আনা হয়। রাখা হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। তাকে শেষবার একনজর দেখার জন্য রাজনৈতিক কর্মী, সহকর্মী, সহপাঠিসহ নানা শ্রেণী-পেশার মানুষ সেখানে ভীড় করেন। বাদ যোহর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তার রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন প্রমুখ। 
জানাযা শেষে আবারো হেলিকপ্টারযোগে তার মরদেহ ঢাকায় নেওয়া হয়। 
বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে... রাজেউন)।