বাসস
  ৩০ মার্চ ২০২৩, ১১:২৫

লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১,আহত ৩

লালমনিরহাট, ৩০ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আর কে রোড এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক রংপুর কুড়িগ্রাম মহাসড়কের আর কে রোড এলাকায় আসলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেজাউল ইসলাম(৪২) নামের এক ব্যাক্তি মারা যায় ও ট্রাকের ড্রাইভারসহ তিনজন আহত হয়। নিহত রেজাউল কুড়িগ্রাম জেলার কাঁঠাল বাড়ী ফকিরপাড়া এলাকার আহম্মদ আলীর পুত্র।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে রেজাউল ইসলাম নামে একজন নিহত হয় এবং ট্রাকের ড্রাইভারসহ তিনজন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।