বাসস
  ৩০ মার্চ ২০২৩, ১২:২৯

শরীয়তপুরে ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শরীয়তপুর, ৩০ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার সব সরকারি দপ্তর সমূহের কার্যক্রমকে ডিজিটাল নথির আওতায় আনতে কর্মকর্তা কর্মচারীদের দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। 
জেলা প্রশাসন ও জেলা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান সভাপতি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামশুন্নাহার। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার সৈয়দ জাকির হোসেনের সঞ্চালনায় ও পরিচালনায় প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ৪০ জন কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডি-নথি ব্যবস্থাপনাটি সম্পূর্ণ সক্রিয় করা গেলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগটি অত্যন্ত গতিশীল হবে। তাই তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যেন প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থাকি, এটিকে কার্যকর করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেরাও অংশীদার হই।