শিরোনাম
জয়পুরহাট, ৩০ মার্চ, ২০২৩(বাসস) : জেলায় পৃথক দুটি স্থানে বরেন্দ্র আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
গান্তাহার রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বাসস'কে জানান, পারর্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র ট্রেনটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা খিড়ারপুকুর নামক এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত এক যুবক (৪৫) ও সদর উপজেলার তেঘর রেলগেটের উত্তরপাশে দূর্গারাণী (৭০) নামে এক বৃদ্ধা ট্রেনে পড়ে নিহত হন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।