বাসস
  ৩০ মার্চ ২০২৩, ১৭:৩৫

হবিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু

হবিগঞ্জ, ৩০ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৩৫) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। 
বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া আক্তার সিঙ্গার হবিগঞ্জ শো-রুমের ব্যবস্থাপক ফরিদুল হুদা নোমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, সোনিয়া আক্তার ও তার স্বামী নোমান মোটরসাইকেলে হবিগঞ্জ শহর থেকে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলার দূর্গাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।তারা মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় পৌঁছলে চলতি মোটরসাইকেলের পেছনে থাকা সোনিয়া আক্তার হঠাৎ সড়কে ছিটকে পড়েন।
পরে তার স্বামী নোমান স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারায়নগঞ্জের রুপগঞ্জে  সোনিয়ার মৃত্যু হয়। তার দুটি ছেলে সন্তান রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ সিঙ্গার শো-রুমের স্টাফ শিপলু আহমেদ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাসসকে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সেহরি খাওয়ার পর পর্যাপ্ত ঘুম না হওয়ায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মোটরসাইকেল চালালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।