বাসস
  ৩১ মার্চ ২০২৩, ১৮:১১

বগুড়ায় রেস্টুরেন্টে বাসি খাবার সংরক্ষণে জরিমানা

বগুড়া, ৩১ মার্চ ২০২৩ (বাসস) :  জেলা শহরের জলেশ^রীতলায় একটি রেস্টুরেন্টে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শুক্রবার  বেলা ২ টায় শহরের জলেশ^রীতলায় ইয়াম ইমাম রেস্টুরেন্টের খাবারে নিষিদ্ধ রঙ ব্যাবহার এবং বাসি খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।  সেখান থেকে খাবারে নিষিদ্ধ রঙ ব্যবহার এবং বাসি খাবার অস্বাস্থ্যকর ভাবে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমান করা হয় ।
এ ছাড়া জেলার সদর উপজেলার জলেশ্বরীতলা বিভিন্ন ব্রান্ডের কাপড়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন কাপড়ের দোকানসমূহকে ন্যায্য মূল্যে কাপড় বিক্রয়, বিদেশী আমদানিকৃত কাপড়ে যথাযথ মুল্য ঘোষণা প্রদান, ঈদকে পুঁজি করে অধিক মুনাফা না করতে সতর্ক করা হয়।