শিরোনাম
রাঙ্গামাটি, ৩১ মার্চ ২০২৩ (বাসস): জেলায় আজ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গামাটি জেলার সভাপতি কবি হাসান মঞ্জুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা যুবলীগের সহ-সভাপতি মো: ফজলুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে শতাধিক শিশু-কিশোরের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।