বাসস
  ০১ এপ্রিল ২০২৩, ১০:২২
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:২৮

যশোরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

যশোর, ১ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে শুক্রবার সন্ধ্যায়  বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুব্রত দাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
মৃত সুব্রত দাস ধোপাদী গ্রামের পশুপতি দাসের ছেলে। সে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুব্রত দাস  নিজ বাড়িতে বিদ্যুতের হোল্ডারে বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক অথই সাহা বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুব্রত’র মৃত্যু হয়েছে। 
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হরষিত রায় জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী দায়ের হয়েছে।