শিরোনাম
ভোলা, ১ এপ্রিল ২০২৩ (বাসস): জেলার বোরহানউদ্দিন পৌর এলাকায় আজ জাটকা (ছোট ইলিশ) আহরণ থেকে বিরত থাকা সাড়ে সাড়ে চারশ’ জেলে পরিবারের মধ্যে সরকারের মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
ফেব্রুয়ারি-মার্চ এ দুইমাসের জন্য বরাদ্দ ৪০ কেজি করে মোট ৮০ কেজি চাল পেয়েছে প্রত্যেক জেলে পরিবার।
আজ শনিবার দুপুরে পৌরসভা চত্ত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন পৌর এলাকায় ভিজিএফ’র কার্ডধারী মোট ছয়শ’ ৬৩টি জেলে পরিবার রয়েছে। আগামীকালের মধ্যে বাকি জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে।