বাসস
  ০১ এপ্রিল ২০২৩, ২২:০২
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২:২৪

বাসস'র সাংবাদিক মলয় দত্তের বাবা মহিম রঞ্জন দত্ত মারা গেছেন

ঢাকা, ১ এপ্রিল, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মলয় কুমার দত্তের বাবা মহিম রঞ্জন দত্ত আজ কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মহিম রঞ্জন দত্ত  আজ বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাতে কুষ্টিয়ার কুমারখালী মহাশাসনে (শ্মশান) মহিমের শেষকৃত্য সম্পন্ন হবে।