শিরোনাম
সাভার, ২ এপ্রিল, ২০২৩ (বাসস) : সাভারের আশুলিয়ায় আজ সকাল ৮টায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মৃত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষ বাগে বসবাস করতো। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
আশুলিয়া থানা পুলিশের এস আই রাজু মন্ডল জানান, আশুলিয়া বাইপাল থেকে আবদুল্লাপুরগামী একটি বাস এবং আশুলিয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেল জিরাবো এলাকায় সকাল ৮টায় পৌঁছালে আলীনুর পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিহত হয়। আবদুল্লাপুর-বাইপাইল সড়কের এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।