বাসস
  ০৩ এপ্রিল ২০২৩, ১৩:৫৮

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট, ৩ এপ্রিল, ২০২৩(বাসস): জেলা শহরের রেলওয়ে হরিজন কলোনীর পাশে আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ মারা যান।।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নরেশ চন্দ্র রায় বলেন, মৃত জাহিদুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। জাহিদুল ইসলাম রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সোমবার ভোর সাড়ে ৫টার সময় জয়পুরহাট শহরের হরিজন কলোনীর পাশে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  মৃত জাহিদুলের ছেলে খোরশেদ আলম এ প্রতিনিধিকে বলেন, আগে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিত সিকিউরিটি গার্ডের  চাকরী করতেন জাহিদুল ইসলাম। সেখানে স্টোক করার পর থেকে অসুস্থতা নিয়ে বাড়িতে অবস্থান করেন। মাঝে মধ্যে এখানে সেখানে যান। এ অবস্থায় রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সোমবার সকালে ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে আসি। সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নরেশ চন্দ্র রায় বলেন, জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ময়না তদন্তে র জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত  শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান এস আই নরেশ চন্দ্র রায়।