বাসস
  ০৩ এপ্রিল ২০২৩, ২০:৪৫

মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক আরও নিরাপদ ও যোগাযোগ বান্ধব হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ৩ এপ্রিল, ২০২৩ (বাসস) : মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক আরো নিরাপদ ও যোগাযোগ বান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 
আজ ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক ‘মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের যথাযথ মান ও প্রশস্তায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং সে মোতাবেক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। 
জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষে এ বি এম আশরাফুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার সাব রেজিস্টার মো. দেলোয়ার হোসেন খন্দকার, ময়মনসিংহ সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাশেদুল আলম, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।