বাসস
  ০৪ এপ্রিল ২০২৩, ১৯:১০

ময়মনসিংহে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ 

ময়মনসিংহ, ৪ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলার  ফুলপুর উপজেলায় আজ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে মোট পাঁচলাখ ৮০ হাজার টাকার চেক এবং ২০২২-২৩ অর্থবছরের প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৬ জন রোগীর মধ্যে ১১ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে এবং ১৫ জন রোগীকে জনপ্রতি দুইহাজার টাকা করে মোট পাঁচলাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।