বাসস
  ০৫ এপ্রিল ২০২৩, ১২:০৩
আপডেট  : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৩৭

শরীয়তপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

শরীয়তপুর, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : বাংলা নববর্ষ ১৪৩০ ও পহেলা বৈশাখ উদযাপনে শরীয়তপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুত, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বাঙালি ও বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখকে ধারণ করে আনন্দমুখর পরিবেশে বর্ণিলভাবে উদযাপন করতে নানা আলোচনা, পরিকল্পনা ও মতবিনিময় করেন। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বানর খেলা, লাঠিখেলা, বৈশাখী মেলা, শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সুষ্ঠ ও বর্ণিল আয়োজন বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।