বাসস
  ০৫ এপ্রিল ২০২৩, ১৫:২৫

ভোলায় দুটি পোশাকের শোরুমকে ৪০ হাজার টাকা জরিমানা

ভোলা, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলা শহরের সদর রোডে আজ অতিরিক্ত মূল্য রাখার অপরাধে পোশাকের শোরুম চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা ১১ টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহকারী পরিচালক মাহমুদুল হাসান’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাসস’কে জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছেমত দাম বাড়িয়ে পোশাক বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে আজ শহরের সদর রোডে অভিযান চালানো হয়। এসময় চন্দ্রবিন্দু ও বিন্দু ফ্যাশন হাউজে দেখা যায়, প্রায় প্রতিটি পণ্য ক্রয় মূল্যের উপর ৮০ ভাগ বাড়িয়ে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের লাভের মার্জিন এত বেশি কেন জিজ্ঞেস করলে যৌক্তিক কোন উত্তর দিতে পারেনি। এসময় চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজের কাছ থেকে মূল্য নির্ধারণের ব্লাংক স্টিকার পাওয়া যায়। তাই এ দুটি পোশাকের দোকানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এসময় উভয় প্রতিষ্ঠানকেই তাদের বিক্রয় মূল্য সংশোধন করে ৪০ ভাগের নিচে নামিয়ে আনার নির্দেশনা দেয়া হয়।