শিরোনাম
ঢাকা, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বার্থান্বেষী মহল ধর্মীয় সংঘাত ঘটায় বলে উল্লেখ করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। পদ্মাসেতু, কর্ণফুলি টানেল দেশের অর্থনীতিকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বাধাগ্রস্ত না হয় সেজন্য সমাজে ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন রয়েছে।'
আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, ‘ধর্মীয় সহনশীলতার দিকগুলি প্রচার করতে হবে। ধর্মীয় পরিচয় ব্যতিরেকে আমরা বাঙালি। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে দাড়াতে হবে। জাতির পিতার সপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে সকলকে কাজ করতে হবে।'
বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৫) এ. কে. এম. সেলিম ওসমান সংক্ষিপ্ত বক্তব্যে আলেমদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা জরুরি বলে জানান। বক্তব্য শেষে বিভিন্ন অংশীজন মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন দাবির কথা ধর্ম প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাকিব আল রাব্বি,উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাওয়ান উল ইসলাম, তথ্য অফিসার মো. কামরুজ্জামান,ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক জামাল হোসেনসহ মাঠপর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সকল ধর্মের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।