শিরোনাম
বাগেরহাট, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার মোরলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীতে গোপাল চাঁদ সাধু ঠাকুরের শ্রীধামে তিন দিনব্যাপী ১০১ তম ধর্মীয় মতুয়া মেলা ও স্নানোৎসব অনুষ্ঠিত হয়। লাখো ভক্তের বন্দনার মধ্যদিয়ে বুধবার সকালে অনুষ্ঠানিকভাবে মতুয়া মেলা সমাপ্ত হয়েছে।
এর আগে সমাপনী পর্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কর কমিশনার প্রশান্ত কুমার রায়। সনাতন র্ধমাবলম্বী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে মতুয়া ভদের অংশগ্রহণে গত সোমবার এ মেলা শুরু হয়। গত তিনদিনের এ উৎসব ঢাক. কাশি, ঢঙ্কা ও শঙ্খ ধ্বনিতে গোটা প্রাঙ্গন মুখরিত হয়েছিল।
এ মেলায় ভারত, নেপাল, ভুটানসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন।
এ মহামিলনের উদ্বোধনী পর্বে শ্রীধাম লক্ষ¥ীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদশে ভারতীয় সহকারী হাই কমশিনার ইন্দ্রজিৎ সাগর, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে.এম আরফিুল হক, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাস গুপ্ত, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পিযুষ বন্দোপাধ্যায়, মহা মতুয়ার্চায কাশিয়ানি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার এস. এম তারেক সুলতান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় নারী ঐক্যপরিষদের নেত্রী দিপালী চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা মিলন কান্তি দত্ত, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল কুমার চ্যাটার্জি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক এড. মিলন ব্যানার্জী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার।
ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পিযুষ বন্দোপাধ্যায় বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যে কোন মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ’৭১ এর পরাজিত শক্তি আবারও সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।’
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. রানা দাস গুপ্ত বলেন, আমরা সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাস করি। মহান মুক্তিযুদ্ধের আদর্শে রাষ্ট্র অপশক্তিকে দমন করে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা নিশ্চিত করবে।