বাসস
  ০৬ এপ্রিল ২০২৩, ১৩:০৯

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন

নাটোর, ৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়াঙ্গন তৈরী করা হবে। স্মার্ট ক্রীড়াঙ্গন গঠনের পদক্ষেপ হিসেবে দেশের প্রত্যেক উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী করা হচ্ছে। ক্রীড়াঙ্গনে যোগ্য খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, আয়োজন করা হচ্ছে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা। প্রশিক্ষিত এবং দক্ষ খেলোয়াড়রাই বাংলাদেশের দূত হয়ে দেশের সুনাম বয়ে আনবেন।