বাসস
  ০৬ এপ্রিল ২০২৩, ১৩:১৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৮০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট নাগরিক গঠনে ট্যাব বিতরণ করা হয়। দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ বাসসকে বলেন,  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১৮০টি জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট নাগরিক গঠনে ট্যাব বিতরণ করা।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।