শিরোনাম
রাঙ্গামাটি,৬ এপ্রিল, ২০২৩ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি শহরের ৯নম্বর ওয়ার্ড কলেজ গেইট এলাকায় আজ এতিম ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে অসহায়দের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ৫শতাধিক গরীব ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।