বাসস
  ০৭ এপ্রিল ২০২৩, ১৪:১৯

ভোলায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা

ভোলা, ৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলা সদরে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় চত্ত¦র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে আলোচনা সভায় মিলিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত¦াবধায়ক ডা. মো. মনিরুল ইসলাম। 
বক্তব্য রাখেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ফাহমিদ খান, ডা. সআদ করিম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহাাদাত হোসেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া গত ১৪ বছরে আমাদের দেশের স্বাস্থ্য সেবারমান অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষের ঘরের কাছে পৌঁছে গেছে স্বাস্থ্য সেবা।