বাসস
  ০৮ এপ্রিল ২০২৩, ১৩:০২

লালমনিরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাট, ৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে জেলায় আজ বাংলাদেশ আওয়ামী লীগের শন্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি।
জেলা আওয়ামীলীগের সহ. সভাপতি নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি সেকেন্দার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখওয়াত হোসেন,দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা,পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।
শান্তি সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।