শিরোনাম
লক্ষ্মীপুর, ৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : পবিত্র রমজান মাস উপলক্ষে আজ জেলার বিভিন্ন স্থানে অসহায়দের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।
রমজানের শুরু থেকেই এ কার্যক্রম পরিচালনা করছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় হাজী আমজাদ আলী স্কুলের সামনে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ট্যাং, চিনি, ছোলা, চাল, ঢাল, মুড়ি ও পেঁয়াজ ইত্যাদি।
যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে রমজানের শুরু থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ চলমান রয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।