শিরোনাম
মাগুরা, ৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় দেশব্যাপী বিএনপির ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে জেলায় আজ বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় সেগুনবাগিচা এলাকায় শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ। সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান রানা, পংকজ সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ জন্য বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ শ্রমিকলীগ, মৎসজীবী লীগসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।