বাসস
  ০৮ এপ্রিল ২০২৩, ১৯:১৭

রংপুরের পীরগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পীরগঞ্জ (রংপুর), ৮ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলার পীরগঞ্জ উপজেলায় আজ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, আনোয়ারুল ইসলাম মান্নু, যুগ্ম-সম্পাদক ময়নুল ইসলাম লাবলু প্রমুখ।