বাসস
  ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৫

টুঙ্গিপাড়ায় ব্যাটারী চালিত ভ্যানের চাপায় ৫ বছরের শিশু নিহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতরাতে ব্যাটারী চালিত ভ্যানের চাপায় ৫ বছরের শিশু সাবিনা ইয়াসমিন (তানিশা) নিহত হয়েছে। শনিবার  রাত ৭ টায়  ওই উপজেলার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু তানিশা বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সোহান শিকদারের মেয়ে। শিশুটি টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নানা বড়িতে থাকতো।
এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, তানিশা তার নানা মনিরুজ্জামানের বাড়িতে থাকতো। শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে রাস্তায় বের হলে একটি ব্যাটারী চালিত ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তখন শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে তানিশা মারা যায়।  
তিনি আরো জানান, এঘটনায় নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।