বাসস
  ০৯ এপ্রিল ২০২৩, ১২:৪০

নড়াইলে বর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইল, ৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় পবিত্র মাহে রমজানের কারণে সীমিত আকারে বাংলা নববর্ষ-১৪৩০বরণের সিদ্ধান্ত হয়েছে। রোববার সকাল ১০ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমূখ।
এসময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক  সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি ও সুলতান মঞ্চে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, প্রভাতি অনুষ্ঠান, শোভাযাত্রা, হাড়ি ভাঙ্গা ও লাঠিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।