বাসস
  ০৯ এপ্রিল ২০২৩, ১৪:২০
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৯:৪৮

মেহেরপুরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুর, ৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সভায়  সভাপতিত্ব করেন। এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন-  পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বাবলু বিশ্বাস প্রমুখ।
সভায় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক  অর্পণ, গার্লস গাইড ও কুচকাওয়াজ প্রদর্শন, জল মাটি ও মানুষ গীতিনাট্য প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োাজন করা  হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মেহেরপুর থেকে মুজিবনগর পর্যন্ত  প্রধান প্রধান সড়কে পতাকা দিয়ে সজ্জিত করণ, সড়কে তোরণ নির্মাণ, সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের চারপাশে আলোকসজ্জার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।