শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ এপ্রিল, ২০২৩ (বাসস): যীশু খ্রিস্টের পুররুত্থান ও ইস্টার সানডে উপলক্ষে জেলায় প্রাতঃকালীন প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ভোর ৫টায় জেলা শহরের পৌরপার্কে গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপ (সিজিএফ) আয়োজিত এই সভায় মূল বক্তব্য উপস্থাপন ও প্রার্থনাসভা পরিচালনা করেন বাংলাদেশ খ্রিস্টিয় আন্তঃমন্ডলীর কো-অর্ডিনেটর পলেন পাড়ৈ।
গোপালগঞ্জ খ্রিস্টান ফেলোশিপের সভাপতি প্রভাষ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রার্থনা সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিমিয়োন হাজরা জয়।
এই প্রাতঃকালীন প্রার্থনা সভায় শহরের ১৬টি চার্চের পালক, সম্পাদক, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালকবৃন্দ সহ খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের ১ হাজার ৫০০ ভক্ত অংশ নেন। সকাল সাড়ে ৭ টায় প্রার্থনা সভা শেষে খ্রিস্টিয় ভক্তদের আপ্যায়ন করা হয়।