শিরোনাম
জামালপুর, ৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা পিক-আপ ভ্যান চালক কাজল (৩৫), বয়রা পলাশগড় গ্রামের বাসিন্দা নৈশ প্রহরী শাহ আলম (৩৫) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামের বাসিন্দা বিদ্যুৎ কর্মী চঞ্চল বর্মন (২৭)।
পুলিশ জানায়, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ অভিমুখী একটি মালভর্তি ট্রাকের সঙ্গে সকাল সাড়ে ছয়টার দিকে মেলান্দহ উপজেলার মালঞ্চ বেতমারি এলাকায় পিক-আপ ভ্যানটির মুখোমুখী সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় পিক-আপ ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পিক-আপ ভ্যানটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।