বাসস
  ০৯ এপ্রিল ২০২৩, ২০:৫৩

রাঙ্গামাটিতে এতিম ও অসহায়দের মধ্যে আওয়ামী যুবলীগের ইফতার বিতরণ

রাঙ্গামাটি, ৯ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলায় আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এতিম ও  অসহায় ব্যক্তিদের মধ্যে  ইফতার  বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকালে জেলা আওয়ামী লীগের  দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এ সময় জেলা যুবলীগের সভপতি ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সদর উপজেলা যুবলীগ সভাপতি মো: আবু মুছা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানে শতাধিক এতিম ও অসহায় ব্যক্তির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।