বাসস
  ১০ এপ্রিল ২০২৩, ১১:৫৩

ভোলায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ভোলা, ১০ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরে রোববার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল দুর্ঘটনায় মো: শিবলু (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়।
এ ঘটনায় হোন্ডা আরোহী মো: জিহাদ গুরুতর আহত হয়। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিবলু বরিশাল জেলার মেহিন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ গ্রামের আব্দুর রবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে শিবলু ভোলা শহর থেকে মোটর সাইকেল চালিয়ে মেহেন্দীগঞ্জের আলিমাবাদের দিকে ফিরছিলেন। এসময় হাওলাদার মার্কেট সংলগ্ন সড়কে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সাথে ধাক্কা খায়। এতে টনাস্থলেই শিবলুর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।