শিরোনাম
ভোলা, ১০ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ ও মশলায় ক্ষতিকর রং মেশানোর দায়ে হাজী ভিআইপি মশলা মিল নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে জেলা সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানকালে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক জানান, হাজী ভিআইপি মশলা মিলে মশলায় (হলুদ ও মরিচ গুঁড়া) সিদুরের রং মেশানো ও নোংরা পরিবেশে মশলা ভাঙানো হচ্ছিল। এছাড়াও মশলার উৎপাদন ও মেয়াদের তারিখেও ত্রুটি পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।