বাসস
  ১০ এপ্রিল ২০২৩, ১৯:১২

গোপালগঞ্জে পাট চাষী সমাবেশ

গোপালগঞ্জ, ১০ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলায় আজ উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত শিকদার এবং প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) দীপক কুমার সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, সহকারি পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পাট কর্মকর্তা লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 
এ সমাবেশে গোপালগঞ্জ সদর উপজেলার দুইশতাধিক পাটচাষী উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিথিবৃন্দ পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিভিন্ন পরামর্শ দেন।