শিরোনাম
চুয়াডাঙ্গা, ১০ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৯ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা সদরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের আওতায় ২০২২ সালের ১৫-২১ জুন অনুষ্ঠিত ডিজিটাল শুমারিতে ব্যবহৃত ট্যাব-সমূহ সদর উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণীর ৩৭৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।