বাসস
  ১১ এপ্রিল ২০২৩, ১১:৪৮

রাঙ্গামাটিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ

রাঙ্গামাটি, ১১ এপ্রিল, ২০২৩ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে  আজ জেলার বিভিন্ন অসহায় ব্যক্তি ও সামাজিক  প্রতিষ্ঠানের মাঝে  সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদ মিনি কনফারেন্স হলে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বমোট ৫ লক্ষ টাকা সরকারী অনুদান প্রদান করা হয়।