বাসস
  ১১ এপ্রিল ২০২৩, ১৩:৫০

জয়পুরহাটে ১২শ’ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

জয়পুরহাট, ১১ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলা আজ ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২শ’ কৃষকের মাঝে দুপুর ১টায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কায়সার ইকবাল প্রমূখ। আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয় । বিতরণকৃত বীজ ও সারের মোট মূল্য হচ্ছে ৬ লাখ ১২ হাজার টাকা।