শিরোনাম
নড়াইল, ১২ এপ্রিল, ২০২৩ (বাসস) : জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নড়াইল জেলার ৩ উপজেলার ১১৯টি সরকারী ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর সমন্বিত মেধা তালিকার (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ৭শ’১৪ জন শিক্ষার্থী পাচ্ছে ট্যাব।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ট্যাব বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান,জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, ছায়েদুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু,পরিসংখ্যান কর্মকর্তা তপন কুমারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৫৬টি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের সরকারি মাদ্রাসার ৩৩৬ জন শিক্ষার্থী, লোহাগড়া উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৪জন শিক্ষার্থী এবং কালিয়া উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৪জন শিক্ষার্থীর মাঝে ট্যাব প্রদান করা হবে।