বাসস
  ১২ এপ্রিল ২০২৩, ১৬:২৪

দেশের মানুষ দুর্নীতিবাজ দলকে সমর্থন করে না : বাহাউদ্দিন নাছিম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। তারা সন্ত্রাস ও সন্ত্রাসী দলকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন আর বিএনপি-জামাতের মত দুর্নীতিবাজ দলকে সমর্থন করে না। 
আজ বুধবার দুপুরে ডেমরা চৌরাস্তায় থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাত এখনও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির কথা ভাবতে পারেনা। দেশের মানুষ অতীত অপকর্মের জন্য তাদের প্রত্যাখান করেছে। তাদের দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের জন্য দেশের মানুষ তাদের ঘৃণা করে। এরা অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করে।
তিনি বলেন, হাওয়া ভবনের কর্ণধার, সন্ত্রাসীদের গডফাদার, খুনি তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশীদের কাছে মিথ্যা কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি দেশের মূল্যবোধকে ধ্বংস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করতে সব চেষ্টাই করছে। তাদের এই রাজনীতি আমাদের প্রতিহত করতে হবে।
ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহসভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি ও মিরাজ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।