বাসস
  ১২ এপ্রিল ২০২৩, ১৬:২৯

হাইকোর্টে নতুন ২ সহকারী রেজিস্ট্রার

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৩ (বাসস) : ফরিদপুরের সিনিয়র সহকারী জজ মেফতাহুল জান্নাত ও মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দারকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।
প্রধান বিচারপতির অভিব্যক্তি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিব্যক্তি অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুই বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রধান বিচারপতি মহোদয়ের অধীন ন্যস্ত করা হলো। বিচারকদের বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হলো।