বাসস
  ১২ এপ্রিল ২০২৩, ১৭:৫৪

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল চট্টগ্রাম বন্দর এবং গোলাম সাদেক পায়রা বন্দরের চেয়ারম্যান নিযুক্ত

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৩ (বাসস): রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। অন্য দিকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে নিয়োগ দেয়া হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। একই আদেশে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। 
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারী ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। 
রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ছিলেন।